ইউকেতে আইইএলটিএস (IELTS) ছাড়াই আবেদনের সুযোগ
ইউকেতে স্নাতকোত্তর (Master's) পর্যায়ের অধ্যয়নের জন্য নির্দিষ্ট কিছু বিশ্ববিদ্যালয়ে মিডিয়াম অব ইন্স্ট্রাকশন (MOI) / Duolingo/OIETC সার্টিফিকেট দিয়েও আবেদনের সুযোগ রয়েছে । এই ক্ষেত্রে ২-৫ বছরের স্টাডি গ্যাপ গ্রহন যোগ্য ।