ইউকেতে উচ্চশিক্ষা: আবেদন, পড়াশোনার খরচ ও স্কলারশিপ পাওয়ার উপায় !
ইউকেতে পড়াশোনা করার স্বপ্ন অনেকেই দেখেন। দেশটির সমৃদ্ধ একাডেমিক ঐতিহ্য, বিখ্যাত বিশ্ববিদ্যালয় ও প্রাণবন্ত সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে বিদেশি শিক্ষার্থীদের কাছে ইউকে বেশ জনপ্রিয়। আর এই দেশ বিদেশি শিক্ষার্থীদের নানা সুযোগ-সুবিধাও দিয়ে থাকে। বিশ্ববিখ্যাত সব বিদ্যাপীঠের আশ্রয়স্থল হওয়ায় উচ্চাকাঙ্ক্ষী প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন থাকে দেশটিকে ঘিরে ক্যারিয়ার গঠন করার। যুক্তরাজ্যের দেশগুলো আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের রীতিমতো স্বর্গরাজ্য। আকর্ষণীয় স্কলারশিপগুলো অর্জনের মাধ্যমে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরির সান্নিধ্যে যেতে পারে বিদেশি শিক্ষার্থীরা।
ইউকে বিশ্ববিদ্যালয়ের ফি এবং খরচ
🔘 স্নাতক (Bachelor's) ডিগ্রির বার্ষিক খরচ ১০ থেকে ২০ হাজার পাউন্ড, যা প্রায় ১৫ লক্ষ্য থেকে ৩০ লক্ষ্য টাকার সমতূল্য বিশ্ববিদ্যালয় বা প্রোগ্রামের উপর নির্ভর করে । ইউকে বিশ্ববিদ্যালয় গুলোতে আবেদনের জন্য কোন ফি দিতে হয় না ।
🔘 স্নাতক অপেক্ষা স্নাতকোত্তর (Master's) পর্যায়ের অধ্যয়ন ফি সাধারণত বেশি হয়ে থাকে, যা বিষয়ভেদে ভিন্ন হয়। বার্ষিক খরচ ১2 থেকে ২5 হাজার পাউন্ড, যা প্রায় ১৮ লক্ষ্য থেকে ৩৫ লক্ষ্য টাকার সমতূল্য ।
🔘 ডক্টরেট ডিগ্রির জন্য বাজেট রাখতে হবে বার্ষিক ১৫ থেকে ২৪ হাজার পাউন্ড (২৩ লক্ষ্য থেকে ৩৭ লক্ষ্য টাকা) ।
The UK - Quick facts & figures
জীবনযাত্রার সম্ভাব্য খরচ
ইউকে-তে বসবাসের খরচ আপনার জীবনযাত্রার পছন্দ, খরচের অভ্যাস, শহর বা অধ্যয়নের অবস্থানের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। একজন আন্তর্জাতিক ছাত্রের জন্য UK-এ বসবাসের গড় মাসিক খরচ £৬০০ - £১০০০ পাউন্ড হতে পারে । শেয়ার করা রুমে থাকার ক্ষেত্রে গড়ে আবাসন খরচ হতে পারে মাসিক ৪০০-৭০০ পাউন্ড, ইউটিলিটি বিল ৪০- ৫০ পাউন্ড, খাদ্য ও গৃহস্থালির জন্য ১৬০-২০০ পাউন্ড, মোবাইল ফোন বিল ১৫-৫০ পাউন্ড, পরিবহনে ব্যয় হবে প্রায় ৩০-৩৫ পাউন্ডের মতো । জীবনযাত্রার ক্ষেত্রে লন্ডনের বাইরে থাকা হলে বাজেট অনেকটাই সাশ্রয়ী হয়ে আসে।
ইউকেতে স্কলারশিপ পাওয়ার উপায়
কমনওয়েলথ স্কলারশিপ শুধুমাত্র স্নাতকোত্তর বা ডক্টরেট ডিগ্রির জন্য পূর্ণ বা আংশিক অর্থায়ন দিয়ে থাকে। এর আওতায় থাকে টিউশন ফি, বিমান ভাড়া, এবং জীবনযাত্রার ভাতা। ব্রিটিশ কাউন্সিল গ্রেট স্কলারশিপ স্নাতক বা স্নাতকোত্তর অধ্যয়নরতদের জন্য ৫-২৫ হাজার পাউন্ড, চেভেনিং স্কলারশিপ ডিগ্রির সম্পূর্ণ অর্থায়ন প্রদান করে । বাংলাদেশি শিক্ষার্থীরা এই স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে সর্বোচ্চ এক বছরকালীন স্নাতকোত্তর সম্পন্ন করতে পারে। এই ছাড়াও বিশ্ববিদ্যালয় গুলো শিক্ষার্থীদের বিগত শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট ও ইংরেজি ভাষার দক্ষতার উপর ২-১০ হাজার পাউন্ড স্কলারশিপ দিয়ে থাকে ।